টেকনাফে আজ এডভান্সম্যান্ট এন্ড প্রমোটিং ওমেনস রাইট প্রকল্পের আয়োজনে ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (টঘঋচঅ) এর সহযোগীতায় বাল্যবিবাহ হ্্রাস ও নারীদের প্রতি সহিংসতা রোধে লোকাল লেভেল প্যানিং কর্মশালা সকাল ১১ টায় উপজেলা পুরাতন পাবলিক হলে অনুষ্টিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবীরের সভাপতিত্বে নারী সহায়তা প্রকল্প ব্যবস্থাপক রাফিয়া আক্তারের সঞালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সেলিনা কাজী,উপজেলা পরিষদ পুরুষ ভাইস চেয়ারম্যান মেী রফিক উদ্দীন,মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি প্রমুখ। উক্ত কর্মশালায় বক্তারা বলেন বাল্যবিবাহ যাতে কমে যায় সে বিষয়ের উপর গুরুত্ব দিয়ে সবাইকে কাজ করতে হবে এবং নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে সচেতন হয়ে পাশাপাশি অন্যের স্বার্থে তার উপকারের জন্য কাজ করে যেতে হবে। এছাড়াও এতে ঋউঙ কক্সবাজারস্থ ডেভেলপমেন্ট অফিসার নাজমুল হক, কক্সবাজারস্থ ডেভেলপমেন্ট অফিসার ইলা চেীধুরী,(টঘঋচঅ) এর টেকনিক্যাল অফিসার রোকছানা পারভিনসহ সরকারী কর্মকতা,ডাক্তার,ইউপি মেম্বার,শিক্ষিকা ও মেীলভী উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস