টেকনাফ উপজেলা আইনশৃংখলা ও চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা ৩১ আগস্ট বিকালে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। সভা দু’টিতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশণার (ভুমি) সেলিনা কাজী। মহিলা ভাইস চেয়ারম্যান মিস্ তাহেরা আক্তার মিলি, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তার হোসেন, হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউপি চেয়ারম্যান মাস্টার মীর কাসেম, কমিটির সদস্য আবুল কালাম, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান প্যানেল ডাঃ নুর মোহাম্মদ গণি মেম্বার, সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের প্রতিনিধি আমির হোসেন মেম্বার, সুপার মাওঃ আমির আহমদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ আলমগীর কবির, কৃষি অফিসারের প্রতিনিধি উপ-সহকারী কৃষি অফিসার শফিউল আলম আলোচনায় অংশ নেন। সভায় ইয়াবা চোরাচালান ও মানব পাচার প্রতিরোধ, মোবাইল কোর্ট, রোহিঙ্গা সমস্যা ছাড়াও টেকনাফ-কক্সবাজার সড়কের একাধিক স্থানে ডিবি পুলিশের যাত্রী হয়রানী নিয়ে ব্যাপক আলোচনা এবং সিদ্ধান্ত নেয়া হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তার হোসেন টেকনাফ উপজেলায় আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে মাদকসহ ইয়াবা চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে সর্বমহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস