টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক দ্রব্য প্রতিরোধ সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ইব্রাহীম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবির, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলিচৌধূরী।
প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন হাতে কলমে উপস্থিত শিক্ষার্থীদের মাদকের কুফল নিয়ে আলোচনায় বলেন- মিয়ানমার থেকে ইয়াবা অবৈধ ভাবে টেকনাফে প্রবেশ শুরু করার অনেক বৎসর পর প্রশাসন সহ সবাই বুঝতে পারেন ইয়াবা একটি নেশা। ইয়াবা সেবনে দেশের মানুষের আগ্রহ বাড়ছে। যখন ঐশী নামক মেয়েটি প্রশাসনের উচ্চ পদস্থ গোয়েন্দা অফিসার নিজের বাবা ও মাকে হত্যা করে তখন থেকে শুরু হয় দেশ ব্যাপি ইয়াবা বিরোধী আলোচনা ও সমালোচনা। প্রশাসনের দৃষ্টি পড়ে ইয়াবা পাচারের রোড টেকনাফের দিকে। বর্তমানে টেকনাফে যে সব মানুষ কোন বৈধ ব্যবসা না করে অদৃশ্য ব্যবসায় বড়লোক হয়েছে তাদের তালিকা করে দূর্নীতি দমনে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে অবশ্বয় অভিযান হবে। টেকনাফের মানুষ কেমনে রাখতে হবে অদৃশ্য ব্যবসায় বড় লোক যারা হয়েছে তারা কয়েক দিন আগে পরে আইনের হাতে আটকা পড়বে।
এজন্য শিক্ষার্থীদের সচেতন হতে হবে, চেনা-জানাদের মধ্যে কারা এসব অবৈধ কাজের সাথে জড়িত তাদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। আমরা চাই পড়া লেখার পাশাপাশি ইয়াবা ব্যবসা ও সেবন করে কেউ যেন ঐশীর মত না হয়। ঐশীর সে ঘটনা থেকে প্রত্যেক পরিবার ও শিক্ষার্থীকে সর্তক হতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস